ভিসা সংক্রান্ত বিভ্রান্তি বা প্রতারণা থেকে বাঁচার জন্য সার্বিয়া ভিসা চেক অনলাইন সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সার্বিয়া ভিসা চেক করার ২টি নিয়ম সম্পর্কে জানতে পারবেন। সার্বিয়া ইউরোপের নিম্ন আয়ের একটি দেশ।
বাংলাদেশের নাগরিকদের এই দেশে কাজ কিংবা ভ্রমণের সুযোগ রয়েছে। বিভিন্ন এজেন্সি কিংবা দালালের কাছ থেকে সার্বিয়া ভিসাটি হাতে পাওয়ার পর সার্বিয়া ভিসা চেক অনলাইন নিশ্চিত করে টাকা পরিশোধ করবেন। তাহলে জাল ভিসার মাধ্যমে প্রতারিত হবেন না।
সার্বিয়া ভিসা চেক অনলাইন
অনলাইনে ফ্রিতে সার্বিয়া ভিসা চেক করতে পারবেন। নয়া দিল্লিতে অবস্থিত সার্বিয়া দূতাবাসের ওয়েবসাইট ভিজিট করে ইমেইল একাউন্টটি সংগ্রহ করতে হবে। তারপর সার্বিয়া ভিসা ও ওয়ার্ক পারমিট ডকুমেন্ট আকারে ইমেইল করে নয়া দিল্লির সার্বিয়া দূতাবাসে পাঠাতে হবে।
নয়া দিল্লি সার্বিয়া দূতাবাসের ইমেইল: embassyofserbianewdelhi@hotmail.com
সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করে কিছুটা নিশ্চিত হতে পারেন। তবে এই পদ্ধতিতে সার্বিয়া ভিসা চেক করতে পারবেন না। ইমেইল করে সহজে সার্বিয়া ভিসা অনলাইন চেক নিশ্চিত করতে পারবেন। ইমেইল সেন্ট করার ৩ থেকে ১৫ দিন পর রিপ্লাই পাবেন।
পেপার ইমেইল করার সময় অবশ্যই ইমেইলে চেক করার বিষয়ে বিস্তারিত সবকিছু ইংরেজিতে বলে দিবেন। ইংরেজি বুঝতে না পারলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে নিজে নিজে করতে পারেন। তবে ইংরেজিতে অভিজ্ঞ কাউকে দিয়ে সহজে কাজটি করিয়ে নিতে পারেন।
এছাড়া টাকা দিয়ে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে ভিসার যাবতীয় তথ্য ও পিকচার পাঠিয়ে সার্বিয়া ভিসা চেক করতে পারবেন। এভাবে ভিসা চেক করতে সাধারণত দুই সপ্তাহ সময় লাগে।
লেখকের পরামর্শ
বাংলাদেশে সার্বিয়ার কোন দূতাবাস নেই। এজন্য ভিসা প্রত্যাশীদের ভিসা কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে সব সময় সন্দেহ থেকে যায়। তাই সকলের সার্বিয়া ভিসা চেক অনলাইন করে নিশ্চিত হওয়া উচিত।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
Work
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ! আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/+icyOuiY4RIg5NGI1