সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৫

বাংলাদেশ থেকে অনেকে কাজের জন্য সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশ সার্বিয়া যেতে চায়। অনেকে ইন্টারনেটে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং লিখে অনুসন্ধান করে থাকে। সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের একটি দেশ।

ইউরোপের এই দেশটি এখনও ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন দেশের অন্তর্ভুক্ত হয়নি। ইউরোপের দেশ হওয়ায় কাজের বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। এই দেশের সরকার সার্বিয়া কাজের ভিসা আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও বেশি সহজ করে দিয়েছে।

বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া যেতে আগ্রহীদের সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় জানতে হবে। এছাড়া ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, কাজের বেতন ও ভিসা খরচ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।

সার্বিয়া ভিসা আপডেট ২০২৫

সার্বিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। দেশটির কোম্পানিগুলো কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে একটি টেক্সটাইল কোম্পানি ঢাকার এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৬০০ কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

সার্বিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য ব্যাপক সম্ভাবনাময়। এই দেশের সরকার বিভিন্ন দেশ থেকে প্রায়  ১ লাখ দক্ষ বিদেশি কর্মীর ভিসা ইস্যু করতে যাচ্ছে। ইউরোপের এই দেশটিতে ২০২৭ সালে ইউরো এক্সপো আয়োজনের জন্য ৫ লাখ নির্মাণ শ্রমিক প্রয়োজন হবে।

সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়

বাংলাদেশ থেকে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য ওয়ার্ক ভিসা আবেদন করতে হয়। বেসরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারবেন। বেসরকারিভাবে কাজের ভিসা নিয়ে সার্বিয়া গিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন।

সার্বিয়া ওয়ার্ক পারমিট ও কাজের অফার লেটার থাকলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন। তবে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করালে ওয়ার্ক পারমিট ও কাজের অফার লেটার এজেন্সি সংগ্রহ করে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • পাসপোর্ট
  • ভিসা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • ভোটার আইডি কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাজের দক্ষতার সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • জব অফার লেটার
  • ওয়ার্ক পারমিট
  • ভাষা দক্ষতার সার্টিফিকেট (যদি লাগে)
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট

সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি?

সার্বিয়ার অর্থনৈতিক অবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ইউরোপের এই দেশে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে আগ্রহীদের সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি জানতে হবে।

বর্তমানে সার্বিয়ায় কনস্ট্রাকশন, কৃষি, ক্লিনার, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, ইলেকট্রনিক, ড্রাইভিং ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে। ইউরোপের এই দেশে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের প্রচুর চাহিদা রয়েছে।

সার্বিয়া কোন কাজের বেতন বেশি?

সার্বিয়া বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের চাহিদা ও বেতন বেশি হয়ে থাকে। বর্তমানে সার্বিয়া কনস্ট্রাকশন, ড্রাইভিং, ফ্যাক্টরি, কৃষি, হোটেল ও রেস্টুরেন্ট ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে।

কাজের ভিসা নিয়ে সার্বিয়া যেতে চাইলে যেসব কাজের চাহিদা ও বেতন বেশি সেসব কাজের মধ্যে থেকে এক বা একাধিক কাজের উপর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে যাবেন।

সার্বিয়া যেতে কত বয়স লাগে?

বাংলাদেশ থেকে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ভিসা আবেদনকারীদের বয়সের রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মাল্টা যেতে ভিসা আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top