বাংলাদেশ থেকে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ কাতারে যায়। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে কাতারে যেতে আগ্রহীদের মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট প্রয়োজন হয়। স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার পর অনলাইনে কাতার মেডিকেল রিপোর্ট চেক করা যায়।
তথ্য প্রযুক্তির কল্যাণে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে হাতে থাকা মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। বাংলাদেশ থেকে কাতার যেতে আগ্রহীদের অবশ্যই কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে কাতার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রয়োজন হয়। যেমন: পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার। ইন্টারনেট সংযুক্ত মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন:
- প্রথমে ডিভাইসের যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজারে গিয়ে “QYC Medical Report” গুগলে সার্চ করতে হবে। প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে ভিজিট করে বাংলা ভাষা ও বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে।
- তারপর অ্যাপয়েন্টমেন্ট অনুসরণ করুন এই লেখায় ক্লিক দিতে হবে। “Track Application” নামে একটা ফর্ম চলে আসবে। সেখানে পাসপোর্ট নাম্বর, ভিসা নাম্বর ও ক্যাপচা কোড বসিয়ে “সাবমিট” অপশনে ক্লিক দিতে হবে।
- সাবমিট অপশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কাতার মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস চলে আসবে। এভাবে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস এর বর্তমান অবস্থা দেখতে পারবেন। যদি”Results available with employer” লেখা আসে তাহলে কাতার মেডিকেল রিপোর্টটি দেখতে পাবেন।
আরও পড়ুন: কাতারের বর্তমান কাজের অবস্থা ২০২৫
FAQs
কাতার মেডিকেল টেস্ট কোন কোন পরীক্ষা করা হয়?
কাতার মেডিকেল টেস্টে হিসেবে ফিঙ্গার, চোখ, রক্ত, প্রস্রাব, এক্স-রে, ইসিজি, সিটি স্ক্যান ইত্যাদি পরীক্ষা করা হয়।
কাতার মেডিকেল সেন্টার ঢাকা কোথায়?
কাতার মেডিকেল সেন্টার বাংলা মোটর, কাজী নজরুল ইসলাম সরণি, ঢাকায় অবস্থিত। এটি রুপায়ন ট্রেড সেন্টারের ১১ তম ফ্লোরে অবস্থিত।
কাতার মেডিকেল করতে কত টাকা লাগে?
কাতার মেডিকেল টেস্ট করতে প্রায় ৩ হাজার ৬৬০ টাকা খরচ হয়।
কাতার মেডিকেল রিপোর্ট কতদিন পর পাওয়া যায়?
কাতার মেডিকেল রিপোর্ট পেতে ৭ দিন থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে।
লেখকের পরামর্শ
বাংলাদেশ থেকে কাতারে ওয়ার্ক পারমিট ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে মেডিকেল রিপোর্ট প্রয়োজন হয়। মেডিকেল পরীক্ষা দেওয়ার পর অনলাইনে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। এজন্য কাতার মেডিকেলে রিপোর্ট চেক সম্পর্কে বিস্তারিত জানতে হয়।
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info