আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে এখন ঘরে বসে অনলাইনে সহজে কাতার ভিসা চেক করা যায়। আগে ভিসা চেক করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। মধ্যপ্রাচ্যের এই দেশে অনেকে কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছে। বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে ভিসা নিয়ে সন্দেহ থেকে যায়।
বর্তমান তথ্য প্রযুক্তির কল্যাণে ঘরে বসে অনলাইনে কাতার ভিসা চেক করে প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারবেন। ভালোভাবে ভিসা চেক করে নিয়ে এজেন্টকে ভিসার জন্য চুক্তির টাকা পরিশোধ করবেন। অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম জেনে ঘরে বসেই কাতার ভিসা চেক করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক ২০২৫
অনলাইনে ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন। বিভিন্ন এজেন্সি কিংবা দালালের কাছ থেকে ভিসাটি হাতে পাওয়ার পর অবশ্যই চেক করে নিবেন। ইন্টারনেট সংযুক্ত স্মার্ট ফোন দিয়ে ঘরে বসেই কাতার ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন।
নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে অনলাইনে পাসপোর্ট নাম্বার কিংবা ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন:
কাতার ভিসা চেক করতে প্রথমে কাতারের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে “qatar visa check” লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটিতে ভিজিট করতে হবে। তবে প্রদত্ত লিংকে ক্লিক দিয়ে সহজে ভিজিট করতে পারবেন।
কাতার ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করার পর নিচের পিকচারের মত ইন্টারফেস দেখতে পাবেন। “Visa Inquiry & Printing” ফর্মটি ভিসা নাম্বার কিংবা পাসপোর্ট নাম্বার দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে। পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে হলে পাসপোর্ট নাম্বার অপশনটি সিলেক্ট করে দিতে হবে।
“Nationality” বক্স বাংলাদেশ সিলেক্ট করতে হয়। তবে ভারতীয় নাগরিক হলে অবশ্যই ভারতীয় বসাবেন। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পূর্বে অবশ্যই ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিসা স্ট্যাটাস চলে আসবে।
কাতার ভিসা চেক করে যদি দেখেন আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য চলে এসেছে তাহলে বুঝবেন ভিসাটি আসল। এভাবে অনলাইনে কাতার ভিসা চেক করে ভিসা নাম্বার, ভিসার মেয়াদ এবং ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
আরও পড়ুন: কাতার মেডিকেল রিপোর্ট চেক
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info