ইতালির ভিসা কবে খুলবে ২০২৫

ইতালি ইউরোপের সম্ভাবনাময় দেশ। এই দেশটি বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় আকর্ষণ। প্রবাসীরা নিজেদের ভাগ্য ও জীবন পরিবর্তনের জন্য এই দেশে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত রয়েছে। এই দেশে যেতে আগ্রহীদের ইতালির ভিসা কবে খুলবে ২০২৫ সর্বশেষ আপডেট জানতে হয়।

ইতালি সরকার বাংলাদেশ থেকে নির্দিষ্ট সময়ে স্পন্সর ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে। ইতালি ক্লিক ডে খুব শীঘ্রই শুরু হবে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ইতালির ভিসা কবে খুলবে ২০২৫ জানতে পারবেন। এছাড়া ইতালি ক্লিক ডে 2025 সম্পর্কে সর্বশেষ সঠিক আপডেট জানতে পারবেন।

ইতালির ভিসা কবে খুলবে ২০২৫

২০২৫ সালের শুরুতে ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করেছে। ইতালি সরকার এই বছর প্রায় ১ লাখ ৮১ হাজার কর্মী নিয়োগ দিবে। ইতিমধ্যে আগাম ফরম পুরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতালির ভিসা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে খুলবে।

বাংলাদেশের দালাল চক্রের কবলে প্রতিবছর অসংখ্য মানুষ পড়ে অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া শুরুকে কেন্দ্র করে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই সাবধানে ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইতালির স্পন্সর ভিসা কবে খুলবে ২০২৫

ইতালি সরকার বিভিন্ন দেশ থেকে প্রতিবছর লক্ষ লক্ষ শ্রমিক স্পন্সর ভিসার মাধ্যমে নিয়োগ করে থাকে। এই স্পন্সর ভিসার আবেদন করতে ইতালি ক্লিক ডে কবে 2025 জানতে হবে। ইতালি স্পন্সর ভিসা আবেদনের কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে।

অনেকে আগাম ভিসা ফরম পূরণ কার্যক্রম শুরু করে দিয়েছে। ইতালি স্পন্সর ভিসা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে খুলবে। দেশটির সরকার ইতিমধ্যে ইতালি ক্লিক ডে 2025 ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট কয়েকটি দিনে স্পন্সর ভিসার আবেদন করতে পারবেন।

ইতালি ক্লিক ডে কবে 2025

ইতালি সরকার ২০২৫ সালের স্পন্সর ভিসার আবেদন করার জন্য ক্লিক ডে ঘোষণা করেছে। ইতালি ভিসা আবেদন করতে আগ্রহীদের ইতালি ক্লিক ডে কবে 2025 সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে।

ইতালি স্পন্সর ভিসা আবেদনের ক্লিক ডে ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৫, ৭ এবং ১২ তারিখ। এই তিন দিন ভিসা আবেদন করতে পারবেন। ভুয়া ভিসা, জাল আবেদনসহ নানা রকম জটিলতার কারণে ইতালি সরকার ঢাকার দূতাবাস অনেকের ভিসা স্থগিত করেছে।

8 thoughts on “ইতালির ভিসা কবে খুলবে ২০২৫”

    1. বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। অথবা পরিচিত আত্মীয়-স্বজন থাকলে তার সাথে যোগাযোগ করুন।

    1. নিজে নিজে ভিসা প্রসেসিং করলে ৪-৫ লাখ টাকা মোট খরচ হয়ে থাকে। স্কলারশিপ না পেলে খরচ আরও বেশি লাগে।

    1. বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ! আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/+icyOuiY4RIg5NGI1

    1. বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ! আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/+icyOuiY4RIg5NGI1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top