কোন দেশের টাকার মান বেশি 2025

বর্তমানে বিশ্বে জাতিসংঘ স্বীকৃত মোট প্রায় ১৮০টি মুদ্রা প্রচলিত রয়েছে। অনেকেই কোন দেশের টাকার মান বেশি জানতে চায়। প্রতি বছর মুদ্রার র‍্যাংক প্রকাশ করা হয়। বেশিরভাগ মানুষের মাথায় সবচেয়ে বেশি মানের মুদ্রা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আসে।

এটা আসা আসলে স্বাভাবিক। কারণ এটি আন্তর্জাতিক লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী মুদ্রার দেশ রয়েছে। এজন্য আপনাকে জানতে হবে কোন কোন দেশের টাকার মান বেশি।

তবেই আপনি কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি জানতে পারবেন। টাকার মান দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা যায় না। কারণ দেশ উন্নত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই দেশের টাকার মান বেশি হয় না।

কোন দেশের টাকার মান বেশি?

বিভিন্ন কারণে একজন মানুষ কোন দেশের টাকার মান বেশি জেনে থাকে। তবে মনে রাখবেন, ভুলেও টাকার মান দিয়ে দেশ ধনী কিংবা গরিব বিবেচনা করবেন না।

কোন দেশের টাকার মান বেশি নামক টেবিলটি তৈরি করা হয়েছে উক্ত দেশের এক টাকা সমান বাংলাদেশের কত টাকা সেটার ভিত্তিতে।

কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি
দেশমুদ্রার পরিমাণএক টাকা সমান বাংলাদেশী কত টাকা
কুয়েত১ দিনার৩৯০৳
বাহরাইন১ দিনার৩১৭৳
ওমান১ রিয়াল৩১০৳
জর্ডান১ দিনার১৬৯৳
যুক্তরাজ্য১ পাউন্ড১৫৭৳

আরও পড়ুন: কোন দেশের টাকার মান সবচেয়ে কম

পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি?

প্রতি বছর বিশ্বের ধনী দেশের তালিকা পরিবর্তিত হয়ে থাকে। প্রত্যেক বছরে নতুন তালিকা প্রকাশ করা হয়। আইএমএফ তথ্য মোতাবেক নিম্নে বিশ্বের ১০টি ধনী দেশের তালিকা তুলে ধরা হলো।

টেবিলটি প্রতিটি দেশের মাথাপিছু আয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে। টেবিলটিতে বিশ্বের ধনী দেশের শীর্ষ অবস্থান শীর্ষ অবস্থানে রয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ।

বিশ্বের ধনী দেশের তালিকা 
বিশ্বে অবস্থানদেশের নামমাথাপিছু আয় (ডলার)
লুক্সেমবার্গ১,৪০,৩১২
আয়ারল্যান্ড১,১৭,৯৮৮
সুইজারল্যান্ড১,১০,২৫১
নরওয়ে১,০২,৪৬৫
সিঙ্গাপুর৯১,৭৩৩
আইসল্যান্ড৮৭,৮৭৫
কাতার৮৪,৯০৬
যুক্তরাষ্ট্র৮৩,০৬৬
ডেনমার্ক৭২,৯৪০
১০ম্যাকাও এসএআর৭০,১৩৫

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে গরিব দেশের তালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top