কানাডা যাওয়ার খরচ কত ২০২৫

কানাডা যাওয়ার খরচ কত হবে সেটা নির্ভর করবে কানাডা ভিসা ক্যাটাগরি এর উপর। কানাডা যেতে কত টাকা লাগে জানতে হলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়তে হবে। কানাডার নর্থ আমেরিকার অন্যতম একটি উন্নত দেশ।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দেশটিতে পাড়ি জমাচ্ছে। তাই কানাডা যেতে আগ্রহীদের কানাডা যাওয়ার খরচ কত তা সম্পর্কে ধারণা রাখতে হবে। দীর্ঘদিনের পূর্ব প্রস্তুতি ছাড়া উন্নত এই দেশটিতে যাওয়া সম্ভব নয়।

এজন্য প্রথমে আপনাকে কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে অবগত হতে হবে। তাছাড়া কানাডা ভিসা ক্যাটাগরি সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। আর ভিসা ক্যাটাগরি অনুযায়ী কানাডা যেতে কত টাকা লাগে সেটা পরিবর্তিত হয়ে থাকে।

কানাডা যাওয়ার খরচ কত?

কানাডা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। যেমন: কৃষি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, জব ভিসা ইত্যাদি। কানাডা ভিসার দাম নির্ভর করে থাকে এসব ভিসা ক্যাটাগরির উপর।

বর্তমানে বাংলাদেশ থেকে কানাডায় ভিজিট ভিসা নিয়ে যেতে আনুমানিক ৪ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা লাগে। সরকারিভাবে গেলে কম খরচে যাওয়া যায়। বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডা যেতে ৫ লক্ষ থেকে ১৫ লাখ টাকা লাগে।

কাজের জন্য কিংবা চাকরি করার জন্য রয়েছে জব ও ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া উন্নয়নশীল দেশ থেকে অনেক কঠিন। বেশিরভাগ মানুষ স্টুডেন্ট ভিসা নিয়ে দেশটিতে যায়।

এছাড়া কৃষি ভিসা নিয়ে দেশটিতে যেতে ৮ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করতে হবে। কানাডা ভিসার দাম প্রকৃতপক্ষে অনেক কম। কিন্তু, বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে গেলে খরচ অনেক বেশি লাগে।

কানাডা সরকার ভিসা আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ৫০০-৭০০ কানাডিয়ান ডলার নিয়ে থাকে। নিজে নিজে ভিসা প্রসেসিং করলে এই খরচে আপনি যেতে পারবেন। প্রয়োজনে প্রবাসে থাকা আত্মীয়-স্বজন কিংবা কানাডার কোন প্রবাসীর সহযোগিতা নিন। তাদের কাছ থেকে কানাডা যাওয়ার খরচ কত সঠিক তথ্য পাবেন।

কানাডা যেতে কি কি লাগে?

পৃথিবীর যেকোনো দেশে যেতে পাসপোর্ট ও ভিসা অপরিহার্য। তবে ভিসা পেতে কিছু ডকুমেন্টস লাগে। কানাডা ভিসার আবেদন করার জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন হবে:

  • পাসপোর্ট
  • ভিসা আবেদন ফরম
  • ভিসা এপ্লিকেশন ফি
  • অভিবাসনের ইচ্ছাপত্র
  • ভোটার আইডি কার্ড
  • আইইএলটিএস সার্টিফিকেট
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালারফুল ফটো
  • ফিনান্সিয়াল সলভেন্সি ডকুমেন্টস (ব্যাংক স্টেটমেন্ট, কর্মসংস্থান সনদ, বিনিয়োগের প্রমাণ ইত্যাদি)
  • মেডিকেল পরীক্ষার সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স

টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে অবশ্যই ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণ টিকেট, হোটেল বুকিং কিংবা ব্যবসায়িক আমন্ত্রণ পত্রের প্রয়োজন হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কানাডার কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফার লেটার লাগবে। যেমন: ভর্তির অফার লেটার, টিউশন ফি প্রদানের রশিদ।

ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমতি পত্র প্রয়োজন হবে। অর্থাৎ ওয়ার্ক পারমিট প্রয়োজন। স্বপ্নের এই দেশটিতে যেতে ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকা আবশ্যক। তবে অনেকে লেবার ভিসা নিয়ে ইংরেজি ভাষার দক্ষতা ছাড়াই দেশটিতে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top