ইউরোপ যেতে আগ্রহীদের অবশ্যই ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জানা আবশ্যক। কারণ সেনজেন ভুক্ত দেশে যেতে পারলে অনেক ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। যেটা আপনি নন সেনজেন ভুক্ত দেশে গেলে পাবেন না। এজন্য আপনাকে ইউরোপের সেনজেন দেশের তালিকা সম্পর্কে অবগত থাকতে হবে।
ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা প্রতিবছর আপডেট হয়ে থাকে। এজন্য আপনাকে সর্বশেষ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জানতে হবে। সেনজেনের অধিকাংশ দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ইউরোপ মহাদেশের ৫০টি দেশের মধ্যে ১৭টি দেশ বর্তমানে নন সেনজেনভুক্ত রয়েছে।
ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
উন্নয়নমূলক দেশের মানুষের কাছে ইউরোপের ভিসা পাওয়া অনেক বেশি কঠিন। ইউরোপ মহাদেশের দেশগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা: সেনজেন ও নন-সেনজেন দেশ। সেনজেন দেশের ভিসা পাওয়া সবচেয়ে বেশি কঠিন। ইউরোপে যাওয়ার যাদের স্বপ্ন রয়েছে তাদের অবশ্যই নন সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জেনে রাখা উচিত।
ক্রমিক নম্বর | দেশের নাম |
---|---|
১ | আলবেনিয়া |
২ | অ্যান্ডোরা |
৩ | মলদোভা |
৪ | আজারবাইজান |
৫ | বেলারুশ |
৬ | বসনিয়া এবং হার্জেগোভিনা |
৭ | তুর্কি |
৮ | ক্রোয়েশিয়া |
৯ | ইউক্রেন |
১০ | জর্জিয়া |
১১ | সার্বিয়া |
১২ | ম্যাসেডোনিয়া |
১৩ | আর্মেনিয়া |
১৪ | মন্টিনিগ্রো |
১৫ | সাইপ্রাস |
১৬ | রাশিয়া |
১৭ | কসোভো |
আরও পড়ুন: সর্বশেষ সেনজেন ভুক্ত দেশ
ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা
ইউরোপের সেনজেন দেশের কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। আপনি সেনজেন ভিসা পেলে এক পাসপোর্ট দিয়ে ইউরোপের ২৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। সেনজেনভুক্ত যে কোন দেশে ৯০ দিন অবস্থান করতে পারবেন। সেনজেন ভিসা থাকলে যে কোন সেনজেনভুক্ত দেশে পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারবেন। তাছাড়া সেনজেন কান্ট্রিতে গেলে বাণিজ্য সুবিধা, বসবাসের সুবিধা, শিক্ষা সুবিধা, স্বাস্থ্য সুবিধা পাবেন। চলুন দেখে নেই, ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা।
ক্রমিক নম্বর | দেশের নাম |
---|---|
১ | ফ্রান্স |
২ | বেলজিয়াম |
৩ | চেক রিপাবলিক |
৪ | ডেনমার্ক |
৫ | এস্তোনিয়া |
৬ | ফিনল্যান্ড |
৭ | অস্ট্রিয়া |
৮ | জার্মানি |
৯ | গ্রিস |
১০ | হাঙ্গেরি |
১১ | আইসল্যান্ড |
১২ | সুইডেন |
১৩ | লাটভিয়া |
১৪ | লিয়েসথেন্সটাইন |
১৫ | লিথুনিয়া |
১৬ | লুক্সেমবার্গ |
১৭ | মালটা |
১৮ | নেদারল্যান্ডস |
১৯ | স্পেন |
২০ | পোল্যান্ড |
২১ | পর্তুগাল |
২২ | স্লোভেকিয়া |
২৩ | স্লোভেনিয়া |
২৪ | নরওয়ে |
২৫ | ইতালি |
২৬ | সুইজারল্যান্ড |
২৭ | রোমানিয়া |
২৮ | বুলগেরিয়া |
২৯ | ক্রোয়েশিয়া |
আরও পড়ুন: সেনজেন দেশের সুবিধা কি
আমি Jsitblog এ নিয়মিত ভিসা ও পাসপোর্ট সম্পর্কিত আর্টিকেল লিখে থাকি। আমার লেখা আর্টিকেলগুলো পড়লে লেটেস্ট ইনফর্মেশন জানতে পারবেন।