মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৫

মালয়েশিয়ান প্রবাসীদের অনেকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় দেখে ইন্টারনেটে সার্চ করে থাকে। কারণ অধিকাংশ প্রবাসীদের কাছে অস্ট্রেলিয়া একটি স্বপ্ন। পড়াশোনা, কর্মসংস্থান ও ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া একটি সেরা গন্তব্য হতে পারে।

কারণ দেশটিতে বিশ্বসেরা শিক্ষার মান পাবেন। উন্নত দেশ হওয়ায় বেশি বেতনে বিভিন্ন সেক্টরে অফুরন্ত কাজের সুযোগ পাবেন। এত সুবিধার কারণে মালয়েশিয়ান প্রবাসীরা মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে চায়।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে আগ্রহীরা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় জানতে পারবেন। এছাড়া মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে, কত টাকা লাগে, দূরত্ব কত, কত সময় লাগে ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য জানতে পারবেন।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়

মালয়েশিয়ার বৈধ প্রবাসীরা টুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারে। এজন্য মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট কার্ড প্রয়োজন হয়। ভিসা আবেদনকারীদের ট্রাভেল রেকর্ড থাকলে কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন।

অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসা সহজে পাওয়ার জন্য বিমান টিকেট, হোটেল বুকিং, রিটার্ন টিকেট অগ্রিম বুকিং দিয়ে রাখতে হয়। মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া অবৈধভাবে দালালের সাহায্যে নিয়ে যাওয়া যায়। অবৈধ পথে অভিবাসীদের মৃত্যু ঝুঁকি রয়েছে।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে আগ্রহী প্রবাসীদের মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ভালোভাবে জানতে হবে। অবৈধভাবে মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ার একটি দ্বীপ থেকে পাপুয়ানিউগিনি, সেখান থেকে অস্ট্রেলিয়া যেতে হয়। এক্ষেত্রে দালালের সহযোগিতা নিতে হয় অথবা কয়েকজন মিলে গ্রুপ করে যেতে হয়।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে?

অস্ট্রেলিয়া যাওয়ার যোগ্যতা থাকলে মালয়েশিয়া থেকে খুব সহজে অস্ট্রেলিয়া যাওয়ার যায়। মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে যেসব কাগজপত্র লাগে:

  • পাসপোর্ট
  • জাতীয় পরিচয়পত্র
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যাংক স্টেটমেন্ট
  • অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফরম
  • ট্রাভেল রেকর্ড
  • অস্ট্রেলিয়া ভ্রমণের উদ্দেশ্য ও প্রমাণ
  • করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে?

অস্ট্রেলিয়া ভিসা পাওয়া কঠিন। মালয়েশিয়ান বৈধ প্রবাসী কিংবা নাগরিক হলে অল্প খরচে টুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন। নিজে নিজে টুরিস্ট ভিসা প্রসেসিং করলে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে প্রায় ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা লাগে।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে প্রায় ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা লাগে। তবে দালাল কিংবা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে অস্ট্রেলিয়া যাওয়ার খরচ দ্বিগুণ লাগতে পারে।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া কত কিলোমিটার?

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব প্রায় ৪,৭৪৩ কিলোমিটার। মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া উভয়ই দ্বীপ দেশ। তাই মালয়েশিয়া কোন শহর থেকে অস্ট্রেলিয়া কোন শহরে যাবেন সেটা অনুযায়ী উপরে উল্লেখিত দূরত্বের পরিমাণ পরিবর্তিত হবে।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত সময় লাগে?

মালয়েশিয়া থেকে ফ্লাইটে করে অস্ট্রেলিয়া যেতে প্রায় ৮-৯ ঘন্টা সময় লাগে। আকাশ পথে ননস্টপ ফ্লাইটে গেলে কম সময় লাগে। তবে কানেকশন ফ্লাইটে গেলে সময় বেশি লাগে। অবৈধপথে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত সময় লাগবে সেটা সঠিকভাবে বলা যাবে না। তবে আনুমানিক প্রায় ১০ দিন থেকে ৩০ দিন লাগতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top