সৌদি মেডিকেল রিপোর্ট চেক ২০২৫

বর্তমান অনলাইনে ঘরে বসে সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করা যায়। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে দুইভাবে সৌদি মেডিকেল চেক করতে পারবেন। বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সৌদি আরব যেতে অবশ্যই মেডিকেল চেক আপ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার পর ফলাফল পাবলিশ হতে কিছুদিন সময় নেয়। তবে অনলাইনে মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। যদিও মেসেজ দিয়ে অনেক সময় মেডিকেল রিপোর্ট ফলাফল জানিয়ে দেয়।

সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক ২০২৫

সৌদি আরব দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। কাজের উদ্দেশ্যে সৌদি আরব যেতে অবশ্যই মেডিকেল রিপোর্ট চেক করতে হবে। এটি সৌদি আরবের জনস্বাস্থ্যের সুরক্ষা এবং প্রবাসীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে অত্যন্ত জরুরি।

সৌদি মেডিকেল চেক করতে নিম্নে উল্লেখিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে:

প্রথমে Wafid Slip Number সংগ্রহ করতে হবে। এটা মেডিকেল করার পর দেওয়া হয়। তারপর গুগলে “wafid medical check” লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি সামনে আসবে সেটিতে ভিজিট করতে হবে।

আপনি দুইভাবে মেডিকেল রিপোর্ট চেক করার অপশন পাবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে ও Wafid Slip Number দিয়ে। দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ Wafid Slip Number দিয়ে রিপোর্ট চেক করতে হবে। স্লিপ নাম্বার দিয়ে চেক অপশনে ক্লিক দিলে সৌদি মেডিকেল রিপোর্ট চলে আসবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক ২০২৫

পাসপোর্ট নাম্বার দিয়ে সহজে সৌদি মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করতে পারবেন। Wafid এর ওয়েবসাইট ব্যবহার করে সহজে এই কাজটি করতে পারবেন। নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক করা যায়:

প্রথমে গুগলে গিয়ে “Wafid Medical Check” সার্চ করতে হবে। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ভিজিট করতে হবে। তারপর “By Passport Number” সিলেক্ট করে ফাঁকা বক্সটিতে পাসপোর্ট নাম্বার ও জাতীয়তা দিয়ে চেক অপশনে ক্লিক দিতে হবে।

মেডিকেল রিপোর্ট দেখে সহজে বুঝতে পারবেন আপনি ফিট নাকি আনফিট হয়েছেন। বুঝতে না পারলে অভিজ্ঞ কোন ব্যক্তির শরণাপন্ন হতে পারেন। চাইলে এই রিপোর্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে দিতে পারবেন। এভাবে অনলাইনে সৌদি মেডিকেল রিপোর্ট চেক করতে হয়।

FAQs

সৌদি আরব যেতে মেডিকেল করতে কত টাকা লাগে?

সৌদি আরব যেতে মেডিকেল টেস্ট করতে প্রায় ৮,৮০০ টাকা লাগে।

সৌদি আরব মেডিকেলের মেয়াদ কতদিন থাকে?

সৌদি আরব মেডিকেল রিপোর্টের মেয়াদ সাধারণত ৪ থেকে ৬ মাস পর্যন্ত বৈধ থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top