ভাগ্য পরিবর্তনের আশায় প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকে সৌদি আরবে কাজের ভিসা নিয়ে যায়। কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে আগ্রহীদের সৌদি আরবে কোন কাজের বেতন বেশি জানতে হবে।
সৌদি আরব মুসলমানদের কাছে পবিত্র একটি দেশ। এই দেশে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। তবে সৌদি আরবের কাজের বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম হয়ে থাকে।
এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি জানতে পারবেন। এছাড়া বিভিন্ন কাজের বেতন সম্পর্কে জানতে পারবেন।
সৌদি আরব কাজের বেতন কত?
সৌদি সরকার প্রতি বছর হাজার হাজার কর্মী নিয়োগ দিয়ে থাকে। কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে। সৌদি আরবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে।
কাজ | আনুমানিক মাসিক বেতন (রিয়াল) |
---|---|
ইলেকট্রিশিয়ান | ১৩৫০-১৫০০ |
প্লাম্বার | ১৫০০-২০০০ |
অটোমোবাইল সার্ভিস | ১৫০০-১৮০০ |
টেকনিশিয়ান | ১৩০০-১৮০০ |
ওয়েল্ডিং শ্রমিক | ১২০০-১৬০০ |
কনস্ট্রাকশন শ্রমিক | ১২০০-১৫০০ |
গৃহকর্মী | ১০০০-১৫০০ |
ফ্যাক্টরি শ্রমিক | ১৫০০-২০০০ |
কোম্পানি ভিসা | ২০০০-৩০০০ |
আরও পড়ুন: সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে
সৌদি আরবে কোন কাজের বেতন বেশি?
সৌদি আরবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যেতে আগ্রহীরা ইন্টারনেটে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি লিখে সার্চ করে থাকে।
বর্তমান সৌদি আরবে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অটোমোবাইল সার্ভিস, টেকনিশিয়ান, ওয়েল্ডিং শ্রমিক, ট্যাক্সি ড্রাইভার ইত্যাদি কাজের বেতন বেশি রয়েছে।
কাজের ভিসা নিয়ে এই দেশটিতে যাওয়ার পূর্বে বেশি বেতন রয়েছে এমন এক বা একাধিক কাজের উপর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে যেতে হবে। কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে শ্রমিকদের চাহিদা ও বেতন বেশি হয়ে থাকে।
আরও পড়ুন: সৌদি আরব কোন ভিসা ভালো
সৌদি আরব হোটেল ভিসা বেতন কত?
বর্তমান সৌদি আরব হোটেল ভিসা বেতন প্রায় ১৩০০ রিয়াল থেকে ১৮০০ রিয়াল হয়ে থাকে। সৌদি আরব হোটেল ভিসাধারীদের থাকার ব্যবস্থা, আকামা খরচ, মেডিকেল খরচ, বিমা খরচ ইত্যাদি কোম্পানি বহন করে থাকে।
সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত?
বর্তমান সৌদি আরব ড্রাইভিং বেতন প্রায় ১৩৫০ রিয়াল থেকে ১৫০০ রিয়াল হয়ে থাকে।
সৌদি আরব রেস্টুরেন্ট ভিসা বেতন কত?
সৌদি আরবে রেস্টুরেন্ট কাজের ডিউটি সাধারণত ১০-১২ ঘন্টা হয়ে থাকে। এই কাজ করলে সাধারণত থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকে। বর্তমান সৌদি আরব রেস্টুরেন্ট ভিসা বেতন প্রায় ১২০০ রিয়াল থেকে ২০০০ রিয়াল হয়ে থাকে।
সৌদি আরব ক্লিনার ভিসা বেতন কত?
বর্তমান সৌদি আরব ক্লিনার ভিসা বেতন প্রায় ১,০০০ রিয়াল থেকে ১,৫০০ রিয়াল হয়ে থাকে।
আরও পড়ুন: সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info