সৌদি আরবে ফ্রি ভিসা নিয়ে যেতে আগ্রহীদের সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত ধারণা রাখতে হবে। প্রকৃতপক্ষে সৌদি আরবের ফ্রি ভিসা নামে কোন ভিসা হয় না। এই ধরনের ভিসায় কোন কফিলের অধীনে এসে মুক্তভাবে সৌদি আরবে যেকোনো ধরনের কাজ করা যায়।
এজন্যই অনেকে এই ভিসাকে সৌদি আরবের ফ্রি ভিসা বলে থাকে। পরিচিত মানুষ না থাকলে সৌদি আরবে ফ্রি ভিসা নিয়ে গিয়ে নানা ধরনের জটিলতায় পড়তে পারেন। মালিকের বাইরে কাজ করতে সৌদি আরবে আকামা প্রয়োজন হবে।
এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত ধারণা পাবেন। এছাড়া সৌদি আরবের ফ্রি ভিসা পাওয়ার নিয়ম, বেতন ও খরচ সম্পর্কে জানতে পারবেন।
সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত?
ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন: পাইপ ফিটিং, ইলেকট্রনিক, কনস্ট্রাকশন, ড্রাইভিং ইত্যাদি। ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে গেলে নতুন অবস্থায় কাজ খুঁজে পাওয়া কঠিন।
ফ্রি ভিসাধারীদের নিজ খরচে আকামা তৈরি করতে হয়। এক্ষেত্রে অতিরিক্ত ২ লক্ষ ৮০ হাজার টাকা থেকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা খরচ হয়। আকামার মেয়াদ সাধারণত এক বছরের বেশি হয়ে থাকে।
বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে ফ্রি ভিসা নিয়ে যেতে আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা লাগে। অবশ্যই পরিচিত ব্যক্তিদের মাধ্যমে ফ্রি ভিসা নিয়ে যাবেন।
আরও পড়ুন: সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে
সৌদি আরবের ফ্রি ভিসা পাওয়ার নিয়ম
সৌদি আরবের ফ্রি ভিসা নামে কোন ভিসা ক্যাটাগরি নেই। এই ভিসা পাওয়ার জন্য কেএসএ ভিসা ওয়েবসাইটে ভিজিট করে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হয়। ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে।
কেএসএ ভিসা ওয়েবসাইটে ভিজিট করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। তারপর প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র ও ভিসা ফি জমা দিয়ে অনলাইনে ভিসা আবেদন করতে হয়। অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া অভিজ্ঞ কোন ব্যক্তির সহযোগিতায় সম্পন্ন করবেন।
বেসরকারি বিভিন্ন এজেন্সি, পরিচিত ব্যক্তি কিংবা দালালের সাহায্যে সৌদি আরব ফ্রি ভিসা আবেদন করা যায়। এক্ষেত্রে তাদের মোটা অংকের টাকা দিতে হয়। ভিসা আবেদন করার পর সৌদি আরব ভিসা কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাই করে চূড়ান্ত ফলাফল জানায়।
আরও পড়ুন: সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
সৌদি আরবের ফ্রি ভিসা প্রসেসিং করতে কি কি লাগে?
সৌদি আরবের ফ্রি ভিসা নামে কোনো ভিসা না থাকায় কাজের ভিসার জন্য আবেদন করা লাগে। কাজের ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়।
- পাসপোর্ট
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- ভোটার আইডি কার্ড
- করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেলে রিপোর্ট সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি লাগে)
সৌদি আরবের ফ্রি ভিসা বেতন কত?
সৌদি আরবে ফ্রি ভিসা নিয়ে গেলে স্বাধীনভাবে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ থাকে। তবে এক্ষেত্রে নতুন অবস্থায় কাজ পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। কাজের ক্যাটাগরি, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী ফ্রি ভিসার বেতন ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে।
বর্তমানে সৌদি আরবের ফ্রি ভিসা বেতন প্রায় ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা হয়ে থাকে। এই ভিসা নিয়ে সৌদি আরবে গেলে কাজের ও থাকার অসুবিধা হয়ে থাকে। তাই এ ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়া থেকে বিরত থাকবেন।
আরও পড়ুন: সৌদি আরব কোন ভিসা ভালো
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info