অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে চাইলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে প্রবাসীরা কাজ করতে যায়। সৌদি ভিসা হাতে পাওয়ার পর অনলাইনে সৌদি ভিসা চেক করা উচিত।
বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করে প্রতারিত হয়ে থাকে। বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে প্রতারিত হতে না চাইলে ভিসা হাতে পাওয়ার পর অবশ্যই অনলাইনে সৌদি ভিসা চেক করবেন।
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করে নিশ্চিত হয়ে দালাল কিংবা এজেন্সিকে ভিসা চুক্তির টাকা পরিশোধ করবেন। কারণ ভুয়া ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হবে। এছাড়া প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সৌদি ভিসা চেক করার নিয়ম 2025
ভুয়া এজেন্সির মাধ্যমে সৌদি আরব কাজের ভিসা প্রসেসিং করলে প্রতারিত হবেন। অভিজ্ঞ ও বিশ্বস্ত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে ভিসা প্রসেসিং করবেন। সরকারিভাবে সৌদি আরবে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না।
দালাল কিংবা এজেন্সির মাধ্যমে প্রতারিত হতে না চাইলে সৌদি ভিসা চেক করার নিয়ম জেনে নিন। বর্তমান অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে সৌদি ভিসা চেক করতে পারবেন।
আরও পড়ুন: সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
সৌদি ভিসা চেক করার লিংক 2025
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে সৌদি ভিসা চেক করার লিংক প্রয়োজন হয়। অনেকে ইন্টারনেটে সার্চ করে ভিসা চেক করার লিংকটি খুঁজে পায় না। অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটের লিংকটি ভিজিট করে মোবাইলে সৌদি ভিসা চেক করতে পারবেন।
সৌদি ভিসা চেক করার লিংকটি হলো (https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData) এই লিংকে সরাসরি ক্লিক করে ভিজিট করে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে অনলাইনে ভিসা চেক করতে পারবেন।
আরও পড়ুন: সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
সৌদি সরকারের ইমিগ্রেশন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সকল ধরনের ভিসা চেক করতে পারবেন। সৌদি ভিসা চেক করার জন্য নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে উপরে উল্লেখিত সৌদি ভিসা চেক করার লিংকটিতে ভিজিট করতে হবে।
উপরে উল্লেখিত লিংকে ক্লিক দিলে সৌদি সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে নিয়ে যাবে। প্রথমে ব্রাউজারের থ্রি ডট মেনুতে গিয়ে ডেস্কটপ মোড চালু করে নিবেন। তারপর উপরে E লেখায় ক্লিক করতে হবে। Google Page Translate এ ক্লিক করে ইংরেজি করে নিবেন। তাহলে আরবি ইন্টারফেস ইংরেজি হয়ে যাবে।
Passport Number, Current Nationality, Visa Type, Visa Issuing Authority, Image Code সঠিকভাবে বসাতে হবে। ভিসার ধরন অনুযায়ী ভিসা টাইপ সিলেক্ট করতে হবে। কাজের ভিসা হলে Work সিলেক্ট করতে হবে। তথ্যগুলো সঠিকভাবে বসানোর পর “Search” লেখায় ক্লিক দিতে হয়।
সার্চ অপশনে ক্লিক দিলে ভিসার ডিটেলস চলে আসবে। ভিসা নকল হলে আবেদনকারীর কোন তথ্য আসবে না। এভাবে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করে ব্যক্তিগত তথ্য, কোম্পানির তথ্য ও কাজের তথ্য যাচাই করে নিবেন।
আরও পড়ুন: সৌদি আরব টাকার রেট কত
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info