সার্বিয়া বেতন কত 2026 (আপডেটেড তথ্য)

ইউরোপ মহাদেশের অন্যতম একটি দেশ সার্বিয়া। এটি ইউরোপের নিম্ন আয়ের একটি দেশ। দেশটি এখনও সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি। দেশটিতে কাজের ভিসা নিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই সার্বিয়া বেতন কত হয় ভালোভাবে ধারণা নিবেন।

ইউরোপের উন্নয়নশীল এই দেশটিতে বেকারত্বের হার তুলনামূলক অনেক কম। দেশটিতে কাজের ভিসা নিয়ে গেলে সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের তুলনায় বেতন কম পাবেন। উল্লেখ্য, দেশটির একটি অমীমাংসিত সীমানা রয়েছে কসোভোর সাথে।

যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই দেশটিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই সার্বিয়া বেতন কত জেনে যাবেন। তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া সার্বিয়া কোন কাজের বেতন ও চাহিদা বেশি জেনে নিবেন।

সার্বিয়া বেতন কত ২০২৬

কাজের ধরন, দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে সার্বিয়া বেতন কত হবে নির্ধারিত হয়ে থাকে। উন্নয়নশীল এই দেশটির মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার প্রায় সমান। বর্তমানে একজন সার্বিয়ান নাগরিকের গড় মাসিক বেতন প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা।

নিচের টেবিলটি পড়লে সার্বিয়া কাজের বেতন কত ধারণা পাবেন। অবশ্যই একজন সার্বিয়ান প্রবাসীর কাছ থেকে বিভিন্ন কাজের বেতন সম্পর্কে জেনে একদম নিশ্চিত হয়ে ভিসা প্রসেসিং শুরু করবেন।

সার্বিয়া কাজের বেতন কত
ক্রমিক নম্বরকাজের ধরনমাসিক বেতন (টাকা)
ওয়েটার৮০,০০০-১,১০,০০০
ডেলিভারি ম্যান৯০,০০০-১,৪০,০০০
ড্রাইভিং৮০,০০০-১,৫০,০০০
কনস্ট্রাকশন৮০,০০০-১,১০,০০০
ইলেকট্রিশিয়ান৮০,০০০-১,২০,০০০
প্লাম্বার৮০,০০০-১,২০,০০০
কৃষি কাজ৮০,০০০-৯০,০০০
অটোমোবাইল সার্ভিস৮০,০০০-১,৫০,০০০

সার্বিয়া সর্বনিম্ন বেতন কত ২০২৬

সার্বিয়া সরকার কর্তৃক সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। বর্তমানে সার্বিয়া সর্বনিম্ন বেতন প্রায় ৭৮,০০০ টাকা। ইউরোপের এই দেশটিতে যেকোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হবে।

ওভারটাইম কাজ করলে অতিরিক্ত মজুরি পাবেন। এই দেশে সাধারণত বছরে ২০ দিন সাধারণ ছুটি পাবেন। দেশটিতে সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে হয়। প্রতিদিন ৮ ঘন্টা কাজ করতে হয়।

সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি ২০২৬

সার্বিয়ার অর্থনীতি পূর্ব ইউরোপের দেশগুলোর তুলনায় ধীরে ধীরে উন্নতি লাভ করছে। উন্নয়নশীল এই দেশটির অর্থনীতি মূলত কৃষি, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতের উপর নির্ভরশীল। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি জানতে হবে।

বর্তমানে সার্বিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ, কনস্ট্রাকশন শ্রমিক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, হাউজকিপার, পেইন্টার, মেশিন অপারেটর, প্যাকেজিং শ্রমিক, ক্লিনার, ড্রাইভার ইত্যাদি কাজের বেশি চাহিদা রয়েছে‌।

সার্বিয়া কোন কাজের বেতন বেশি?

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষ সার্বিয়া গিয়ে দক্ষতাভিত্তিক কাজ সবচেয়ে বেশি করে থাকে। তাই প্রবাসীদের দৃষ্টিকোণ থেকে সার্বিয়া কোন কাজের বেতন বেশি সেগুলো নিচে উল্লেখ করা হলো:

  • ডেলিভারি ম্যান
  • রেস্টুরেন্টের ওয়েটার
  • ড্রাইভার
  • ইলেকট্রিশিয়ান
  • প্লাম্বার
  • অটোমোবাইল সার্ভিস
  • কনস্ট্রাকশন (রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ওয়েল্ডার)

লেখকের পরামর্শ

সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই সার্বিয়া বেতন কত জেনে উপরে উল্লেখিত এক বা একাধিক কাজের উপর ভালো দক্ষতা অর্জন করে অভিজ্ঞতা নিয়ে যাবেন। তবেই আপনি অনেক কাজ পাবেন এবং প্রতি মাসে ভালো পরিমাণ বেতন পাবেন। নতুন অবস্থায় স্কিল জানা না থাকলে কম বেতনে কাজ করতে হবে। নতুন অবস্থায় কাজ খুঁজে পেতেও সমস্যা হবে।

🌍 সার্বিয়া সম্পর্কিত এই আর্টিকেলগুলো আপনার পড়া উচিত!✈️
সার্বিয়া যেতে কত টাকা লাগে
সার্বিয়া ভিসা আবেদন
🚀 সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
📌 সার্বিয়া বেতন কত
🆕 সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top