দেশের বাইরে শিক্ষা গ্রহণে আগ্রহীদের পছন্দের সেরা তালিকায় রয়েছে আমেরিকা। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীদের দেশটি ভিসা দিচ্ছে। আমেরিকা স্টুডেন্ট ভিসা পাওয়ার সহজ হবে যদি আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা জানা থাকে।
আমেরিকায় পড়াশোনার স্বপ্ন পূরণের জন্য আমেরিকা স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আমেরিকা স্টুডেন্ট ভিসার প্রসেসিং, যোগ্যতা ও খরচ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।
আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা
উচ্চশিক্ষা অর্জনের জন্য আমেরিকার পৃথিবীর সেরা। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশটির অসংখ্য বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার জন্য আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা থাকা আবশ্যক। আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা:
- অফিসিয়াল পাসপোর্ট
- ভর্তির অফার লেটার
- একাডেমিক সার্টিফিকেট
- আইইএলটিএস স্কোর ৬.৫
- স্টুডেন্ট ভিসা আবেদনকারীর বয়স ১৪-৭৯ বছর
- ফাইন্যান্সিয়াল সলভেন্সি ডকুমেন্ট (ব্যাংক স্টেটমেন্ট, সম্পদের দলিল ইত্যাদি)
- শিক্ষা-জীবন শেষে কর্ম-পরিকল্পনা
- পুলিশ ক্লিয়ারেন্স (যদি লাগে)
- মেডিকেল রিপোর্ট (যদি লাগে)
- এনআইডি কার্ড
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
আমেরিকা স্টুডেন্ট ভিসা প্রসেসিং
আমেরিকা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার পূর্বে আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যোগ্যতা জেনে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। কারণ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আমেরিকা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করা সম্ভব নয়।
অনলাইনে কিংবা অফলাইনে স্টুডেন্ট ভিসার আবেদন করা যায়। নিজে নিজে স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে না পারলে বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হতে পারেন। তাছাড়া অনেকে অনলাইনে স্টুডেন্ট ভিসা নিয়ে কাউন্সেলিং করে থাকে।
স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে কিংবা অফলাইনে ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার সময় অবশ্যই স্টুডেন্ট ভিসা ফি পরিশোধ করতে হবে। নিজে নিজে ভিসা প্রসেসিং করতে ঝামেলা মনে হলে এজেন্সিকে দিয়ে করিয়ে নিতে পারেন।
এজেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যাবতীয় কাজ সম্পন্ন করে দিবে। এজন্য অবশ্যই ভিসা এজেন্সিকে মোটা অংকের টাকা ফি দিতে হবে। এভাবে খুব সহজে আমেরিকা স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পন্ন করতে পারবেন।
আমেরিকা স্টুডেন্ট ভিসা খরচ কত?
আমেরিকা পৃথিবীর অন্যতম শক্তিধর একটি রাষ্ট্র। দেশটির শক্তির মূল উৎস অর্থনীতি এবং সামরিক সক্ষমতা। দেশটিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার আগে অবশ্যই আমেরিকা স্টুডেন্ট ভিসার খরচ সম্পর্কে অবগত থাকতে হবে।
বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যেতে আনুমানিক প্রায় ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা লাগে। আমেরিকা স্টুডেন্ট ভিসা খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। যেমন: স্টুডেন্ট ভিসা আবেদন ফি, টিউশন ফি, এজেন্সি ফি।
এজেন্সি ছাড়া স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে পারলে অল্প খরচে স্বপ্নের দেশ আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে পাড়ি জমাতে পারবেন। এজন্য অবশ্যই আমেরিকা স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info